মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফ্ল্যাটলাইনার্স

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’র (২০০৯) জন্য খ্যাত নিল্স আর্ডেন অপলেভ পরিচালিত থ্রিলার ফিল্ম ‘ফ্ল্যাটলাইনার্স’। ‘স্পিড ওয়াকিং’ (২০১৪), ‘ডেড ম্যান ডাউন’ (২০১৩), ‘ওয়ার্ল্ডস অ্যাপার্ট’ (২০০৮), ‘উই শ্যাল ওভারকাম’ (২০০৬) এবং ‘পোর্টল্যান্ড’ (১৯৯৬) অপলেভের অন্যান্য চলচ্চিত্র। ‘ফ্ল্যাটলাইনার্স’ একই নামের ১৯৯০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রের রিমেক।
সবার মত চিকিৎসা শাস্ত্রের পাঁচ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে বিপুল কৌতূহল। মৃত্যুর পর বা সঙ্গে সঙ্গে কী কী হতে পারে তা জানার জন্য তার একটি পদ্ধতি উদ্ভাবন করেছে। কিছু সময়ের জন্য তারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ রেখে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা অর্জন করার গবেষণা শুরু করে। প্রথমে তাদের অভিজ্ঞতা ছিল সাময়িক আর নির্দোষ কিন্তু একসময় তাদের অভিজ্ঞতা ভয়ানক রূপ নেয়। সাময়িক মৃত্যু থেকে সবাই কি ফিরে আসতে পারবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন