বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইয়াসিরের বিশ্বরেকর্ড

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিচের প্রথম টেস্টেই গড়েছিলেন স্পিনার হিসেবে দ্রুততম দেড়শ উইকেটের মাইলফলক। স্পিনার হিসেবে এবার আরো একটি বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি বোলার ইয়াসির শাহ। টানা ৫ টেস্টে ৫ বার তার চেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়লেন ইয়াসির।

দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৮৪ রানে ৬ উইকেট নেন ইয়াসির। এই নিয়ে টানা পাঁচ টেস্টেই পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি। এর আগে কখনোই কোন স্পিনার এমন কীর্তি গড়তে পারেননি। তবে সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে টানা পাঁচ টেস্টে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন ইয়াসির। আগের তিনজনই পেসার। তারা হলেন- ইংল্যান্ডের সিডনি বার্নস, অস্ট্রেলিয়ার চার্লি টার্নার ও ইংল্যান্ডের অ্যালেক বেডসার। তিন পেসারের ভিড়ে এখন একমাত্র স্পিনার ইয়াসির।
চলতি বছরের এপ্রিলে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন ইয়াসির। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট এবং একই সফরে রোসিউ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। উইন্ডিজ সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ইয়াসির। এবার দুবাই টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লিখলেন তিনি।
তার ঘূর্ণি বলেই লঙ্কানদের অল আউট করা সম্ভব হয়। যদিও তার আগে ৪৮২ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জবাবে নিজেদের শুরুটা ভালো হলেও অল্প সময়ে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। ৬১ রানে উদ্বোধনী জুটির পর ৪ রানের ব্যবধানে ফেরেন দুই ওপেনারই। ৯২ থেকে ১০৯ এ যেতে নেই আরো ২ উইকেট। এরপর পঞ্চাশোর্ধো জুটিতে সেই ধাক্কা সামাল দিচ্ছিরেন আজহার আলী। কিন্তু তাকে ফিরিয়ে পাকদের ফলোঅনের শঙ্কায় ফেলে দেন প্রথম টেস্টের নায়ক রঙ্গনা হেরাথ। ডিনারের আগ পর্যন্ত পাকদের সংগ্রহ ৫ উইকেটে ১৮৬ রান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন