বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুরে জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাচনে জালাল সভাপতি ও তাফাজ্জল সম্পাদক

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফুলপুর উপজেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কাতুলী এমদাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম জালাল উদ্দিন (চেয়ার) ১৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিয়াকান্দা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জয়নুল আবেদীন (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৫১ ভোট। ফুলপুর মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেন (দোয়াত কলম) ১৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল (ছাতা) পেয়েছেন ৫০ ভোট। সঞ্চুর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক এমদাদ হোসেন খান (আনারস) ১৪০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস ছামাদ (চশমা) পেয়েছেন ৫৫ ভোট। নির্বাচনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শামছুদ্দোহা রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ কৃষ্টপুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াহাব খান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ড. ইদ্রিস খান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। নির্বাচনে ১৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিআরডিবি অডিটোরিয়ামে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন