শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউনেসকো’র মহাপরিচালক হলেন আঁন্দ্রে আজুলে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রেঁ আজুলে। এ পদে তার প্রতিদ্ব›দ্বী ছিলেন কাতারের সাবেক সংস্কৃতিমন্ত্রী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি। গত শুক্রবার তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচনে কাতারের প্রার্থীকে মাত্র দুই ভোটে হারিয়ে নির্বাচিত হন আদ্রেঁ আজুলে। আগামী নভেম্বরে তার দায়িত্ব নেয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। শুক্রবারের ভোটাভুটিতে ৪৫ বছরের আদ্রেঁ আজুলে পান ৩০ ভোট। তার প্রতিদ্ব›দ্বী কাতারি প্রার্থী পান ২৮ ভোট। এর মধ্য দিয়ে ইউনেস্কো›র ইতিহাসে প্রথমবারের মতো কোনও ইহুদি এ পদে নির্বাচিত হলেন। কাতারের ওপর অবরোধ আরোপকারী চার আরব দেশ সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পেয়েছেন আদ্রেঁ আজুলে। কথিত ইসরাইল বিরোধী পক্ষপাতের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইউনেসকোর সদস্যপদ ত্যাগের ঘোষণার একদিনের মাথায় সংস্থাটির নতুন মহাপরিচালক নির্বাচিত হলেন আদ্রেঁ আজুলে। ভিওএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন