রাজশাহী ব্যুরো : রাজশাহীতে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ -২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে জীবনযুদ্ধে জয়ী রাজশাহী বিভাগের মোট ৪০ জন জয়ীতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিমন্ত্রী উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। এদের মধ্য থেকে ৫টি ক্যাটাগরীতে মোট ৫ জনকে শ্রেষ্ঠ জয়ীতা এবং অন্য ৫ জনকে রার্নাস আপ জয়ীতা নির্বাচন করা হয়। ছবি- ফরিদ আক্তার পরাগ।