এনওসিএস স্বামীবাগ,ডিপিডিসির আওতাধীন মুর্গিটোলা ফিডারের মিরহাজিরবাগ এলাকায় নাজমা কমিশনার বাড়ির গলিতে অটোরিকশা গ্যারেজে ১৬টি অটোরিকশা অবৈধভাবে সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে। উক্ত গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন করা সহ বিপুল পরিমান ব্যাটারি, তার ও চার্জার জব্দ করা হয়। ভবিষ্যৎ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন