রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ছবিফটো গ্যালারি ( ২৩ ফেব্রুয়ারি, ২০২০ )

সিলেট ব্যুরো : চলছে ঋতুরাজ বসন্ত। শীতের ঝরাপাতার বিদায়ঘন্টা বাজিয়ে বসন্ত আসে প্রকৃতিতে। গাছের ডালে নতুন পাতার ফাঁকে কুকিলের কুহুতান মন মাতাল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ আজি বসন্ত দ্বারে ’ পড়লেই মনে হয় নতুনের আহ্বান।ঋতু বৈচিত্রের দোলাচল চারিধারে। শীতের ঝরাপাতা মাড়িয়ে আর কোকিলের ডাকের সাথে মিলেমিশে বাংলার বুকে বসন্ত গতীময়তা দান করে। প্রকৃতির এমন রুপ সিলেটের লাক্কাতুড়া রাবার বাগান এলাকা থেকে ধারণ করা হয়েছে। ছবি- মো. আনোয়ার হোসেন



মোবাইল অ্যাপস ডাউনলোড করুন