দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ইটের ভাঁটা, আর এই ইট ভাটায় তৈরি হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ ইট, আকাশে বাতাসে উড়ছে বিষাক্ত ধোয়া, ইট ভাটার মালিকরা এখন কালো ধোয়াকে কেমিক্যাল ধারায় কালো বিষাক্ত ধোয়া সাদায় পরিণত হয়ে বাতাসে ও প্রকৃতি ও মানবদেহে প্রবেশ করছে, প্রশ্ন এখন জনজীবন কতটা স্বাস্থ্যগত ভাবে নিরাপদ রয়েছে । ছবি আজ রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ জেলখানার সামনে থেকে তোলা - এস এ মাসুম