সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছবিফটো গ্যালারি ( ২৪ জানুয়ারি, ২০২২ )

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পাশ্চিম রামপুরা ওয়াপদা রোড পাওয়ার হাউসে ভয়াবহ অগিড়বকাণ্ড ঘটে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বিকট শব্দের পরই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। পাওয়ার হাউসের চারদিকে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে পাওয়ার হাউসের নিয়ন্ত্রণে থাকা পুরো এলাকা। দুপুরের কিছুক্ষণ আগে থেকে পর্যায়μমে বিদ্যুৎ চালু হয়। তবে মহানগর প্রজেক্টে বিদ্যুৎ সচল হয় বিকাল ৪টা ৫১ মিনিটে। আগুন লাগার সঠিক কারণ জানতে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর এবং প্রধান প্রকৌশলী ওয়াহিদুজ্জামান হালিমের সাথে যোগাযোগ করা হয়। তাদের বক্তব্য, ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছুই বলা যাবে না। জানা গেছে, কন্ট্রোল রুমের একেবারে পাশে ট্রান্সফরমারের দু’টি তার (পজিটিভ-নেগেটিভ) পরস্পরকে স্পর্শ করার পরই বিকট শব্দ হয়। এরপরই আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে। দমকল বাহিনী এসে আগুন নির্বাপণের পরও অনেক্ষণ কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ছবিটি আগুন লাগার পর পরই তোলা -ইনকিলাব



মোবাইল অ্যাপস ডাউনলোড করুন