শহরের প্রাণ নদী। বুড়িগঙ্গার তীরে বলেই ঢাকাকে জাহাঙ্গীরনগর নামে রাজধানী করেন ১৬১০ সালে মুঘল সুবেদার আসলাম খান চিশতী। বছর গড়িয়ে পাঁচটি শতাব্দী ইতিহাসে ঠাঁই নিয়েছে। স্বচ্ছ পানি দূষণে ঘন কালো হয়ে এখন প্রাণ নেই বুড়িগঙ্গায়। গতকাল বাবুবাজার এলাকা থেকে তোলা ছবি -ইকবাল হাসান নান্টু