পঞ্জিকার হিসাবে শীতের আরো দু’মাস দেরি। কিন্তু সবকিছু কি পঞ্জিকার হিসাবে চলে? আজ হেমন্তের প্রম দিন। শরতের শেষ সপ্তাহ থেকে প্রকৃতির চিত্র বদলাতে শুরু করে। শরীরে চাদর কিংবা কম্বল এখন মধ্যরাতের পর দিতেই হয়। উত্তরাঞ্চলের পঞ্চগড় থেকে রংপুর পর্যন্ত রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। আর মধ্যরাতের পর থেকে কুয়াশায় দৃষ্টিসীমা কমা শুরু হয়েছে। কুয়াশায় সকালের ২ থেকে ৩ ঘণ্টা সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। ছবিটি ঢাকামুখী মহাসড়কের পঞ্চগড় এলাকার -মো. সম্রাট হোসাইন