ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক সংস্কারের কাজ চলছে, কিন্তু সড়কের কাজ চলাকালীন সময় পথ ধুলায় আচ্ছন্ন হয়ে পড়েছে,এতে জনজীবন দুর্বিসহ জীবন যাপন করছে, প্রতিনিয়ত নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও অস্থিরতা সময় কাটাতে হয়।পথচারীদের দাবি নিয়মিত পানি ব্যবহার করা হয় তাহলে হয়তো কিছুটা স্বস্তি ফিরে আসে পথচারীদের। দৃশ্যটি পোস্তগোলা, জুরাইন রেলগেট এলাকার। এস এ মাসুম।