প্রশ্ন : আমার ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমা করা আছে। যা কাজে লাগানোর জন্য জমা করেছি। আমরা জানি যে, নগদ টাকা যদি এক জাকাতবর্ষ অতিক্রম করে তাহলে জাকাত ফরজ হয়। এক বছর অতিবাহিত হওয়ার আগেই আমার স্ত্রীর অ্যাকাউন্টে জমা করে দেই তা হলেও কি আমার জাকাত ফরজ হবে?