আমার বর্তমান বয়স ২৭। আমি বিয়ে করতে চাই, কিন্তু দেন মোহরের টাকা জোগাড় করতে পারছি না বলে বিয়ে করছি না। এমতাবস্থায় বিয়ে করাটাও জরুরী ফেতনা থেকে বাঁচার জন্য। এখন আমার প্রশ্ন হলো যদি আমি নগদে দেনমহর পরিশোধ না করে বিয়ে করি, সে ক্ষেত্রে ইসলাম পরিপন্থী কাজ হবে কি না? আর যদি টাকাটা বাকী রাখি সেক্ষেত্রে স্ত্রীর সাথে ঘর সংসার করা ইসলামি মতে বৈধ হবে কি না?