আমরা যখন গোসল করি তখন অযু করে নেই এবং গোসলের ফরযগুলো আদায় করি, আমার প্রশ্ন হলো আমরা যখন কাপড় দিয়ে গায়ের পানি শুকিয়ে নেই তখন যদি আমাদের গোপ্তাঙ্গ স্পর্শ করে ফেলি অথবা তেল বা লোশন লাগানোর সময় স্পর্শ করে ফেলি, তাহলে কি আমাকে পুনরায় অযু করতে হবে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন