প্রশ্ন : আমার প্রথম সন্তান যখন ৮মাসের পেটে তখন রমজান মাসের রোজা শুরু হয়। শারীরিক সমস্যার কারনে আমি ঐ রমজানের রোজা রাখতে পারি নাই। ২য় সন্তান প্রসবের অল্পদিনের মধ্যে আবার রমজান শুরু হয়। রোজা রাখলে বাচ্চার দুধ কষ্ট হবে ভেবে রোজা রাখি নাই। এ রোজাগুলো রাখতে হবে কিনা?