প্রশ্ন : সেদিন এক কলিগের কাছ থেকে শুনলাম জামাতে যে অবস্থায় সালাত পাওয়া যায় সেখান থেকেই অংশগ্রহণ করা উচিত। আগে যেটা করতাম আমি সালাতে অংশগ্রহণের আগেই যদি ইমাম সাহেব রুকু শেষ করে ফেলতেন তবে অপেক্ষা করতাম সিজদা শেষ করে পরবর্তি রাকাতের জন্য কিংবা তাশাহুদের বৈঠকের জন্য। কিন্তু এখন ইমাম সাহেবকে যে অবস্থায় পাই সেখান থেকেই সালাতে অংশগ্রহণ করি। এখন প্রশ্ন হল, আমি যদি রুকুতে অংশগ্রহণ করতে না পারি অর্থাৎ ইমাম সাহেবের রুকু শেষ করার পরে যদি সালাত পাই এবং সরাসরি সিজদায় চলে যায় তবে সেই রাকাত কি আমাকে একা একা পড়ে সালাত পূর্ণ করতে হবে?