আমি একটি কোম্পানিতে জব করি, প্রায়ই দেখা যায় অনেক কোম্পানি তাদের পন্য বিক্রির জন্য বায়ারের ম্যানজারদের বিভিন্ন উপহার ও টাকা পয়সা দেয়। এখানে অনেক ম্যানেজার না চাইলেও কোম্পানিগুলো তাকে খুশি করার জন্য দেয়। এতে কি ম্যানেজারের গুনাহ হবে? অনেকে বাধ্য হয়ে উপহার দেয়, কেউ কেউ না চাইলেও নিয়ম রক্ষার্থে এসব উপহার বা টাকা পয়সা দেয়। এই উপহার দেওয়া নেওয়া কি জায়েজ হচ্ছে?