উত্তর : যে নামাজে কেরাত আস্তে পড়ার হুকুম, সেখানে আস্তেই পড়তে হবে। আস্তে পড়া মানে, মুখে আস্তে আস্তে উচ্চারণ। মনে মনে পড়া নয়। আস্তে পড়ার মধ্যে যদি এমন হয় যে, নিজে নিজের পড়াটি শুনতে পায়, তাহলে চলে। পাশের মুসল্লী শোনেন এত জোরে পড়া ঠিক নয়। বিশেষ করে জামাত ছাড়া অন্য নামাজ মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়া উত্তম। সুন্নত নিয়মও এটাই। প্রয়োজনে পড়া যায় এবং আমাদের দেশে সুন্নতও মসজিদেই পড়া হয়। তবে খেয়াল রাখতে হবে, যাতে আমার কারণে অন্য মুসল্লীর কোনো কষ্ট না হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন