মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ১১:৫৩ পিএম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। নিহত ১৬ জনের ই পরিচয় পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। স্বজনরা এসে তাদের মৃতদেহ শনাক্ত করেছেন। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ তাদের নাম-পরিচয় প্রকাশ করেছে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত শতাধিক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। আহত অবস্থায় ১১২ জনকে এখানে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে ভর্তি আছে প্রায় ৬৭ জন। বাকিরা অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমরা হাসপাতালের পূর্ণ প্রস্তুতি রেখেছি।

নিহতদের পরিচয়

১. মো. সুমন (২১), পিতা মমিন, ঠিকানা: ১ নং সুরি টোলা, বংশাল ঢাকা। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়। নিহতের পিতা মমিন জানান, ১০-১২ দিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন সুমন।

২. ইসহাক মৃধা (৩৫), পিতা মৃত দুলাল মৃধা, গ্রামের বাড়ি কাজির হাট থানা, জেলা বরিশাল, গ্রাম চর সন্তোষপুর। থাকতেন ঢাকার নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী ২ নং রোড। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

৩. মুনসুর হোসেন(৪০), পিতা মোশাররফ হোসেন, ঠিকানা: পশ্চিমপাড়া যাত্রাবাড়ী।

৪. মো. ইসমাইল(৪২), পিতা মৃত মো. হোসেন আলী, ঠিকানা: ৯৭ লুৎফর রহমান লেন, আলু বাজার।

৫. আল আমিন (২৩), পিতা বিল্লাল হোসেন, ঠিকানা: পশ্চিম লালপুর, মতলব, চাঁদপুর। আলামিন বিবিএ শিক্ষার্থী বলে জানান তার বড় ভাই হাবিবুর রহমান।

৬. রাহাত (১৮) পিতা জাহাঙ্গীর আলম, ঠিকানা: মাস্টার বাড়ি, দক্ষিণ চৈনকুটিয়া কেরানীগঞ্জ।

৭. মমিনুল ইসলাম(৩৮), পিতা আবুল হাসেম। ঠিকানা: ১১৫/৭/৫ ইসলাম বাগ, চকবাজার থানা।

৮. নদী বেগম(৩৬), স্বামী মৃত মমিনুল ইসলাম। ঠিকানা: ১১৫/৭/৫ ইসলাম বাগ, চকবাজার থানা।

৯. মাঈন উদ্দিন (৫০), পিতা মৃত ছমির উদ্দিন আকন, ঠিকানা: গ্রাম সৈয়দপুর, জেলা মুন্সিগঞ্জ সদর।

১০. নাজমুল হোসেন(২৫), পিতা ইউনুছ হোসেন, ঠিকানা: ৪৭ নং কে পি ঘোষ স্ট্রিট, বংশাল। তিনি আজাদ স্যানিটারি দোকানের কর্মচারী।

১১. ওবায়দুল হাসান বাবুল(৫৫), পিতা মৃত শেখ সাহেব আলী। ঠিকানা: চর বেউথা গ্রাম, মানিকগঞ্জ সদর।

১২. আবু জাফর সিদ্দিক (৩৪), পিতা মৃত মোজাম্মেল হক, ঠিকানা: জেলা মুন্সিগঞ্জ, থানা গজারিয়া, গ্রাম-বালুয়া কান্দি।

১৩. আকুতি বেগম (৭০) স্বামী মৃত আনোয়ারুল ইসলাম, ঠিকানা: ১৮/১ আগামাসি লেন, বংশাল।

১৪. মো. ইদ্রিস মীর(৬০), পিতা মৃত কালাচান মির, মীর হাজারীবাগ যাত্রাবাড়ী।

১৫. নূরুল ইসলাম ভূইয়া (৫৫), পিতা মৃত আলি মোহাম্মদ ভূঁইয়া, ঠিকানা: মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা।

১৬. হৃদয় (২০), ঠিকানা সিদ্দিকবাজার জাবেদ গলি থানা বংশাল।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের ৫ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। গুলিস্তান বিআরটিসি কাউন্টার এর দক্ষিণ পাশে ৫ তলা ভবনের নিচ তলায় সেনিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন