শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২৩, ৩:২০ পিএম

‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা আক্তার রানারআপ ও নার্গিস আক্তার তৃতীয় হয়েছেন। লাইমলাইট স্পোর্টসের আয়োজনে রাজধানীর হাতিরঝিলে শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ উইমেন্স ম্যারাথনের। উর্ধ্ব-৫০ বছর বয়সী বিভাগে (ভ্যাটেরান) জাপানের ইরি কইকে চ্যাম্পিয়ন ও একই দেশের মিহোমরি রানারআপ এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশের রতœা গোমেজ। ম্যারাথনটি রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের পাশ থেকে শুরু হয়ে মধুবাগ ব্রিজ হয়ে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব ঘুরে আবার অ্যাম্ফিথিয়েটারের কাছে এসে শেষ হয়। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লাইমলাইট স্পোর্টসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আরাফাত হাসান সাহিল। এসময় সংগঠনের ম্যানেজার অপারেশন আবদুর রহমান মুন্সি শেষ। নারীদের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান। ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় চারশ’ জন নারী দৌড়বিদ অংশ নেন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন