এখানে এক সময় একটি খাল ছিল। নাম ধোলাইখাল। এই ধোলাইখাল ছিল রাজধানীর অন্যতম প্রাণ। নগরীর যত ময়লা, আবর্জনা, বর্জ্য এ খাল দিয়ে শীতলক্ষ্যা ও বালু নদীর পানিতে মিশে নেমে যেত ভাটিতে। কালের পরিক্রমায় সেই খাল এখন দখলে দূষণে অস্তিত্ব সঙ্কটে। সেখানে গজিয়েছে নানা রকমের লতা গুল্ম আর বনাজী উদ্ভিদ। ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রী -মতিউর সেন্টু