কোটি কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছিল হাতিরঝিল। নগরবাসীর বিনোদন, অবসর সময় কাটানো, নির্মল বায়ু সেবন আরো কত কি স্বপ্ন। সেই হাতিরঝিল এখন এলাকাবাসীর গলার কাঁটা। ময়লা-দূষিত পানি থেকে আশপাশের এলাকায় ছড়াচ্ছে রোগ জীবাণু। ময়লা, আবর্জনা, কালো পানির উৎকট দুর্গন্ধ, ঝিলে মরা কুকুর-বিড়ালের পঁচা দুর্গন্ধ সব মিলিয়ে এক অসহনীয় পরিবেশ হাতিরঝিল ঘিরে। নাক চেপে চলাও দায়। তাই ওপথ দাড়ান না এখন অনেকেই। ইনসেটে একটি মরা কুকুরের ছবি -মতিউর সেন্টু