বর্ষা মৌসুমে গুলশান লেকের অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, তীব্র দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত পানি গুলশান, বনানী ও মহাখালী এলাকার প্রায় সকল স্থানেই ছড়িয়ে পরে, যা পরিবেশ দূষণ ও প্রাণঘাতী মশার বংশবিস্তারের কারণ। সেই সাথে জনজীবনে বয়ে আনে দারুণ অস্বস্তি । ইকবাল হাসান নান্টু।