শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছবিফটো গ্যালারি ( ২১ এপ্রিল, ২০২২ )

ফটো গ্যালারি ( ২১ এপ্রিল, ২০২২ )

আজ রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম দরিদ্রদের মধ‍্যে শাড়ি কাপড় বিতরণ করেন। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল খান,হাজী ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি শাহজাহান, যুগ্ন সম্পাদক জামাল হোসেন টুয়েল, (সাবেক)সহ নগর বিএনপির ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার পুরানা পল্টন কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ছবি - এস এ মাসুম

আজ বৃহস্পতিবার পুরানা পল্টন কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ছবি - এস এ মাসুম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা ও মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। ছবি- ইকবাল হাসান নান্টু

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিপণিবিতানের মালিক-কর্মচারীদের সংঘর্ষে আহত অবস্থায় মো. মুরসালিনকে (২৪) বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কামারাঙ্গীরচরে পশ্চিম রসুলপুরের ভাড়া বাসা স্ত্রী ও দুই সন্তানের আহাজারি। ছবি - এস এ মাসুম

যানজটের কবলে নগরবাসী এক‌ ঘন্টায়‌ ও‌ এক‌ কিঃ‌ মিটার গাড়ির চাকা ঘুরছে না সঠিক সময়ে ইচ্ছে করলেও‌ গন্তব্য পৌঁছাতে পারছে না‌ ভুক্তভোগীরা ভিডিও শান্তি নগর, মালিবাগ, কাকরাইল থেকে তোলা---মতিউর সেন্টু

যানজটের কবলে নগরবাসী এক‌ ঘন্টায়‌ ও‌ এক‌ কিঃ‌ মিটার গাড়ির চাকা ঘুরছে না সঠিক সময়ে ইচ্ছে করলেও‌ গন্তব্য পৌঁছাতে পারছে না‌ ভুক্তভোগীরা ভিডিও শান্তি নগর, মালিবাগ, কাকরাইল থেকে তোলা---মতিউর সেন্টু

ঢাকা-মাওয়া মহাসড়কে কমিউনিটি পুলিশিং ফোরামের ব্যানারে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ আজ বৃহস্পতিবার মহাসড়কে চালকসহ পথচারীদের যানবাহন ও রাস্তা পারাপারে বিভিন্ন সচেতন মূলক দিক নির্দেশনা প্রদান করেন সার্জেন্ট বাহারুল সোহাগ, তিনি বলেন সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের এই কাজ চলমান থাকবে। ছবি - এস এ মাসুম

রাজধানীতে যেন খোড়াখুড়ির শেষ নেই অলি‌ গলি‌ থেকে শুরু করে ভি‌ আই‌ পি‌ সড়ক‌ গুলোতে সংস্কার কাজ সঠিক সময়‌ ও‌ ধীরগতিতে চলায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে ফলে যান‌ চলাচলে বিঘ্ন ঘটছে ছবি উওরা থেকে তোলা---মতিউর সেন্টু

রাজধানীতে যেন খোড়াখুড়ির শেষ নেই অলি‌ গলি‌ থেকে শুরু করে ভি‌ আই‌ পি‌ সড়ক‌ গুলোতে সংস্কার কাজ সঠিক সময়‌ ও‌ ধীরগতিতে চলায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে ফলে যান‌ চলাচলে বিঘ্ন ঘটছে ছবি উওরা থেকে তোলা---মতিউর সেন্টু

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন