বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবিফটো গ্যালারি ( ১৩ মে, ২০২২ )

ফটো গ্যালারি ( ১৩ মে, ২০২২ )

চুপিসারে আসা বর্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাল মাটির সবুজ ক্যাম্পাস সেজেছে নতুন রূপে। অভ্যাসবশত ক্যাম্পাসের প্রতিটি গাছের বৃষ্টির ফোঁটায় সিক্ত সবুজ পাতার ফাঁকে কখনও সূর্য উঁকি দিচ্ছে আবার মুহূর্তেই কালো মেঘেরা খেলায় মেতেছে। বর্ষায় অনিন্দ্যসুন্দর ক্যাম্পাস সেজেছে বেগুনি জারুলের রূপে

গ্রীষ্মের রসালো ফল আম দেখলেই জিবে আসে পানি,আর গাছ পাকা আমের স্বাদ কে না নিতে চায় ঠিক তেমনি প্রকৃতির প্রাণীরা ও স্বাদ গ্রহণ করতে ব্যাস্ত। ছবি আজ শুক্রবার সিরাজদিখান উপজেলার তেঘরিয়া গ্রাম থেকে তোলা । ছবি - এস এ মাসুম

রসালো মাসের ফল লিচু সারাদেশে সব খানেই পাওয়া যায়,পাইকাররা গাছ থেকে পেড়ে সংগ্রহ করছে বিক্রির জন্য। ছবি আজ শুক্রবার সোনারগাঁও ইছাপাড়া এলাকা থেকে তোলা । ছবি - এস এ মাসুম

নিজ বাগানে রসালো ফল লিচু গাছ থেকেই ছিড়ে স্বাদ নিচ্ছে শিশু স্নেহা । ছবি আজ শুক্রবার সোনারগাঁও ইছাপাড়া থেকে তোলা - এস এ মাসুম

রসালো মাসের ফল লিচু সারাদেশে সব খানেই পাওয়া যায়, আবার যদি হয় নিজের বাড়ীর গাছের ফল, আর তাই নিজের গাছের লিচুর স্বাদ নিতে দেখা যায় শিশু স্নেহাকে, বাড়ির আঙ্গিনায় লিচুর বাগানে গিয়ে গাছ থেকেই ছিলে লিচুর স্বাদ নিচ্ছে । চবি আজ শুক্রবার সোনারগাঁও ইছাপাড়া এলাকা থেকে তোলা । ছবি - এস এ মাসুম

ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ভিপি নুরসহ নেতৃবৃন্দ - ছবি- ইকবাল হাসান নান্টু

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন