মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা, মতিঝিলের দিলকুশাতে একটি নতুন বিক্রয় এবং সংরক্ষণ কাউন্টার খুলেছে ৫৫ দিলকুশা, মতিঝিলের প্রথম তলায় অবস্থিত। দ্য মালদ্বীপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস আইসাথ জেনিফার নতুন সেলস এবং রিজার্ভেশন কাউন্টার উদ্বোধন করেন। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে মিহামিদ রেজা (প্রধান আর্থিক কর্মকর্তা, মালদ্বীপ), জনাব ইব্রাহিম হামধন মোহাম্মদ (জেনারেল ম্যানেজার-কমার্শিয়াল, মালদ্বীপ), এবং মিসেস নাজিরা শিহাব (মালদ্বীপ)। মোরশেদুল আলম চাকলাদার (ব্যবস্থাপনা পরিচালক, টিএএস গ্রুপ), কাজী শাহ মোজাক্কের (পরিচালক, টিএএস গ্রুপ), এবং নুরুল আলম (হেড অব সেলস, মালদ্বীপ) সহ মালদ্বীপের অন্যান্য স্টাফ সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি- ইকবাল হাসান নান্টু