মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর সহযোগিতায় বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সুপরিচিত নেটওয়ার্ক ‘উইম্যান অ্যান্ড ই-কমার্স’(উই) এর সদস্যদের জন্য বিশেষ কো-ব্র্যান্ডেড ক্রেডিট এবং প্রিপেইড কার্ড-এর উন্মোচন করেছে। কার্ডগুলোর মাধ্যমে কার্ডহোল্ডাররা যেসব সুযোগ ও সুবিধা সমূহ উপভোগ করতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে ১ম বছর কার্ড ইস্যুতে ‘জিরো ফি’ সহ -১৮টি লেনদেনে ‘জিরো রিনিউয়্যাল ফি’, বিনামূল্যে ২টি সাপ্লিমেন্টারি কার্ড প্রদান ইত্যাদি। দেশে ও দেশের বাইরে আন্তর্জাতিক লেনদেনে উভয়ক্ষেত্রেই কার্ডগুলো ব্যবহার করা যাবে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘উইম্যান ই-কমার্স এন্টারপ্রেনারশিপ সামিট ২০২২’ এ কার্ডগুলো উন্মোচন করা হয়; যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি, বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি (বিএইচটিপিএ) এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বিকর্ণ কুমার ঘোষ, ই-ক্যাব এর প্রেসিডেন্ট শমী কায়সার, ‘উইম্যান অ্যান্ড ই-কমার্স’((উই))-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা , মাস্টারকার্ড বাংলাদেশ-এর ডিরেক্টর সোহেল আলিম, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর হেড অব ডিজিটাল ফিনান্সিয়্যাল সার্ভিসেস আহসান উল্ল্যাহ চৌধুরী, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর হেড অব কার্ডস নাহিদ ফারজানা সহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা।