রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছবিফটো গ্যালারি ( ৮ নভেম্বর, ২০২২ )

ফটো গ্যালারি ( ৮ নভেম্বর, ২০২২ )

ফুটপাতজুড়ে দখল। দোকানীদের বিভিন্ন মালামালে রেখে ফুটপাতে সাজিয়ে রেখে পথচারীদের চরাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দেখার কেউ নেই । ছবি আজ মঙ্গলবার রাজধানীর উওরা হাউজ বিল্ডিং বাস স্ট্যান্ডে এলাকা থেকে তোলা - এস এ মাসুম

কিছুদিন আগে উওরায় গার্ডার পরে নিহতের ঘটনা ঘটলে ও এখনো অনেক স্থানে নেওয়া হয়নি নিরাপওা ব্যাবস্থা ফলে ঝুঁকি রয়েগেছে এখনো । তবে টিনসেড দিয়ে অনেক জায়গায় নিরাপওা বেষ্টুনি তৈরী করলে ও চান্দনা গাজীপুর মোড় থেকে বাইপাস পর্যন্ত নেই কোন টিনসেড ব্যাবস্থা । ছবি রবিবার তোলা - এস এ মাসুম

বড়পীর আব্দুল কাদের জ্বিলানী (রহ.) এর ওফাত বার্ষিকী পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ওয়াজ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। এসময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও বড়পীর (র.) এর ভক্ত-আশেকানের অংশগ্রহণে মসজিদ প্রঙ্গন জনসমূদ্রে পরিনত হয়। আয়োজিত দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন আলহাজ মাওলানা ইদ্রিস আনছারী এবং মুনাজাত পরিচালনা করেন আলহাজ মুফতি মাওলানা মাহবুবুর রহমান। ছবি- ইকবাল হাসান নান্টু

বড়পীর আব্দুল কাদের জ্বিলানী (রহ.) এর ওফাত বার্ষিকী পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ওয়াজ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। এসময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও বড়পীর (র.) এর ভক্ত-আশেকানের অংশগ্রহণে মসজিদ প্রঙ্গন জনসমূদ্রে পরিনত হয়। আয়োজিত দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন আলহাজ মাওলানা ইদ্রিস আনছারী এবং মুনাজাত পরিচালনা করেন আলহাজ মুফতি মাওলানা মাহবুবুর রহমান। - ছবি- ইকবাল হাসান নান্টু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল একটি মিছিল বের করে পল্টন এলাকায়- ছবি- ইকবাল হাসান নান্টু

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন