উত্তর : মক্কাবাসীরা ইমাম মাহদী (আ:) কে খলিফা বানানোর জন্য অন্বেষণ করতে গিয়ে তাঁকে বের করে ফেলবেন এবং লোকেরা রুকনে হাজার ও মাকামে ইবরাহীমের মাঝে তাঁর হাতে আনুগত্যের বাইয়্যাত করবেন। তখন জনৈক ঘোষক আসমান হতেও তাঁর প্রকাশের ঘোষণা দিবেন। (সুনানে আবু দাউদ : ২/২৩৯, শরহে আকীদায়ে সিফারিনিয়্যাহ : ২/৮০-৮১)
উত্তর দিচ্ছেন : এ কে এম ফজলুর রহমান মুনশী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন