উত্তর : কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নয় তথা কুরআন ও হাদিসের বর্ণনার ওপর আকল অনুমানকে অগ্রাধিকার ও প্রাধান্য দেয়া সরাসরি ভ্রান্তি ও পুরোপুরি পথভ্রষ্টতা। কেননা, এ সকল ধারণার বিপক্ষে সুস্পষ্ট, অকাট্য প্রমাণাদি কুরআন ও হাদিসে বিদ্যমান আছে। (আকীদায়ে তাহাভিয়াহ মায়াশ সূরাহ : ৫২১-৫২২; আল ইতিসাম : ২/১৭৭-১৮১)।
উত্তর দিচ্ছেন : এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন