উত্তর : সেদিন প্রত্যেকের নিজস্ব এক অবস্থা হবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অনেক মুখমন্ডল সেদিন হবে আলোকময়, সহাস্য ও আনন্দিত। আর অনেক মুখমন্ডল হবে সেদিন ধূলি-ধূসরিত। তাহাদের কালিমা আচ্ছন্ন করে রাখবে। (সূরা আবাসা : ৩৪-৪১)।
সেদিন অনেক মুখমন্ডল হবে বিষাদিত কৃষ্ণকায়। (সূরা আলে ইমরান : ১০৬)
উত্তর দিচ্ছেন : এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন