শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গা ইস্যু আইসিসিতে নিতে হাউজ অব কমনস’র আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক হাউজ অব কমনস কমিটি তাদের রিপোর্টে বলেছে যে, মিয়ানমারের হাতে রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) নেয়া উচিত। রিপোর্টে সুপারিশ করা হয়েছে যে, ব্রিটেন এবং তার মিত্র দেশগুলোর “জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের জন্য সমর্থন দেয়া উচিত যাতে বার্মাকে (মিয়ানমার) ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মুখোমুখি করানো যায়। এছাড়া সমস্ত প্রধান ব্যক্তিদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করা উচিত”। রিপোর্টে বলা হয়েছে মিয়ানমার সরকার যে প্রত্যাবাসন প্রক্রিয়া গ্রহণ করেছে, সেটা মিয়ানমারের সেনাবাহিনীকে বাঁচানোর জন্য একটা প্রদর্শনী মাত্র। এতে সামরিক মদদপুষ্ট সু কি সরকার যে শান্তি প্রক্রিয়া শুরু করেছে, তার স্বাধীন পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, ব্রিটেনের এটা বুঝতে হবে যে, “স্টেট কাউন্সিলর অং সান সু কি এখন সমস্যার অংশ হয়ে গেছেন”। হাউজ কমিটি আক্ষেপ করে বলেছে যে ব্রিটেশ একমাত্র যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সেটা হলো মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যেটা তাতমাদাও নামে পরিচিত, তাদেরকে দেয়া সামরিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে। প্যানেল বলেছে, “ব্রিটিশ করদাতাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, তাদের অর্থ এমন কোন সরকারকে দেয়া হচ্ছে না যারা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত”। “ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে (ডিএফআইডি) অবশ্যই বার্মার ব্যাপারে ব্রিটেনের চলমান আর্থিক প্রতিশ্রুতিগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে, এমনকি বহুজাতিক সংস্থার মাধ্যমে যে সহায়তা দেয়া হচ্ছে সেগুলোকেও চিহ্নিত করতে হবে, প্রতিটা ক্ষেত্রে এই সহায়তা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা রয়েছে কি না, সেটা যাচাই করে দেখতে হবে এবং ওই সুবিধা পাওয়ার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কি না, এবং এ সব পদক্ষেপ থেকে কি ফল পাওয়া গেছে”। কমিটি বলেছে, “যদি (মানবাধিকারের ক্ষেত্রে) তেমন কোন দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তাহলে এই (অর্থ) সহায়তাগুলো বন্ধ করার জন্য সুপারিশ করছি আমরা”। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন