উত্তর : হ্যাঁ, রোজা ভঙ্গ হয়ে যাবে। এই দিনের রোজার কাজা পরবর্তীতে আদায় করতে হবে। তবে হ্যাঁ, মাসিক শুরু হওয়ার পর দিনের অবশিষ্ট সময়টুকু পানাহার থেকে বিরত থাকা উত্তম।
প্রমাণ :
(১) ফতোয়ায়ে আলমগিরী খন্ড-২, যে কারণে রোজা ভঙ্গ হয়ে যায়- পরিচ্ছেদ, পৃ: ৩০৬, বৈরুত-১৯৯৩।
(২) বাহরোর রায়েক শরহে কামজুদ দাকায়েক খন্ড-৪, রোজা ভঙ্গের কারণ অধ্যায়- পৃ: ৬০৭, মিশর, ১৯৮২।
উত্তর দিচ্ছেন : এ কে এম ফজলুর রহমান মুন্শী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন