উত্তর: শরীয়ত সম্মত কারণে রোজা রাখতে না পারলে রমজানের পর অন্য সময় তা কাযা করলে তারাবী পড়তে হবে না। কেননা, তারাবী মহানবী সা. কেবল রমজানের জন্যই সুন্নত করেছেন। তারাবী পড়ার উত্তম সময় ইশার পর থেকে মাঝরাত পর্যন্ত। কেউ যদি ইচ্ছে করে তাহলে সেহরীর শেষ সময় পর্যন্তও পড়তে পারে। অবশ্য রাতের শেষ অংশটি তাহাজ্জুদ ও কিয়ামুল লাইলের জন্য উত্তম।
সূত্র: জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফতওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন: আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন