উত্তর : মসজিদে প্রবেশ করে ইমাম সাহেব তথা জামাতকে যে অবস্থায়ই পাওয়া যায়, শুধু ফরজ তাকবিরে উলা উচ্চারণ করার পরই সে অবস্থায় নিজে শরিক হয়ে যেতে হবে। সেজদা থেকে উঠার অপেক্ষা করারও দরকার নেই। জামাতের সাথে একটি সেজদা বেশি পাওয়া কি ভালো নয়। আপনার উচিত ছিল তাকবিরে উলার পরই বসে পড়া। তাহলে অন্তত জামাতটি পেয়ে যেতেন। অনেকে পরবর্তী অংশটিতে শরিক হওয়া অপেক্ষা করে। যা উচিত নয়।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন