শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিটি এন্ড ক্যারিয়ার

বিজয়দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বইয়ে সর্বোচ্চ ৭১% ছাড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ পিএম

বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বই বেচাকেনা ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান বইবাজার.কম এ পুরো ডিসেম্বর জুড়ে চলছে বিশেষ আয়োজন। এ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের উপর লেখা ৭১টি জনপ্রিয় বইয়ের যেকোনটি অনলাইনে অর্ডার করলেই পাওয়া যাচ্ছে ২৫%- ৭১% পযন্ত ছাড় । এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির সিইও রেজাউল করিম বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে নতুন প্রজন্মের মধ্যে সঠিকভাবে পৌছে দেওয়ার জন্যই আমাদের সবচাইতে গর্বের এ ডিসেম্বর মাসটিতে আমরা এই বিশাল অফারটি দিচ্ছি। আশা করি এ উদ্যোগের ফলে, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা গুরুত্বপূর্ণ এসব বইগুলো পড়ে আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে।

 

৭১টি বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম হচ্ছেঃ

  • একাত্তরের দিনগুলি,
  • মুক্তিযুদ্ধে কিশোর গোয়েন্দা,
  • একাত্তরের ডায়েরি,
  • হুমায়ন আহমেদের্ লেখা মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র,
  • রাইফেল রোটি আওরাত ইত্যাদি

বইবাজারের ওয়েবসাইটে (লিংকঃ https://goo.gl/Vy852B) ঢুকে যে কেউ ৩১ ডিসেম্বর’২০১৮ পযন্ত মুক্তিযুদ্ধের উপর লেখা নির্দিষ্ট কিছু বইয়ে অর্ডার করলে এ অফারের সুযোগটি গ্রহন করতে পারবেন। বইবাজারের অফিসিয়াল ফেসবুক পেইজ হতেও জানা যাবে বিস্তারিত তথ্য।

 । ফেসবুক লিংকঃ facebook.com/BoiBazar/

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রিপন ১৩ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৮ পিএম says : 0
এত বিশাল ছাড়! বিক্রি হচ্ছে না নিশ্চয়ই? বিনে পয়সায় ছেড়ে দিয়ে দেখা যেতে পারে। নিশ্চিত, একদিনেই সব সাফ হয়ে যাবে। মোড়ের ওই মুদি দোকানিই সবার আগে বস্তা ভরে নিতে চলে আসবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন