জুমার নামাজ খুৎবা শোনাসহ ওয়াজিব। আপনি আরবি খুৎবা শুরুর আগেই মসজিদে চলে যান। মূল নামাজ দুই রাকাত জামাতে পড়ে আবার ফিরে আসুন। এর কম হলে ওয়াজিব তরকের গুনাহ হবে। যদিও আজানের পর মসজিদে চলে যাওয়া জুমার দিনের হুকুম। তথাপি আপনি যেহেতু মসজিদ সংলগ্ন বাসায় থাকেন, আপনার জন্য আরবি খুৎবার আগে আগে গেলেও চলবে। খুৎবা ও নামাজ একই সাথে গাথা। দু’টিকে আলাদা করবেন না। আগে পরের অন্য নামাজ বাসায় পড়লে কোনো ক্ষতি নেই, বরং এটিই সুন্নত।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মন্তব্য করুন