শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমি বিদেশে থাকি, যেখানে প্রচন্ড ঠান্ডা। আমি যদি মাটির টুকরো দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ি তাহলে কি কবুল হবে?

মাজেদা বেগম
আমেরিকা।

প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:২০ এএম

উত্তর : সহ্য করার মতো ঠান্ডায় অজুই করতে হবে। গরম পানিতে অজুর ব্যবস্থা করুন। যদি সম্ভব না হয়, তাহলে চামড়ার মোজা ব্যবহার করুন। অন্তত ২৪ ঘণ্টা পা দু’টোতে পানি লাগাতে হবে না। মাসয়ালা নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জেনে নিন। শীতে কেবল তখনই মাটির টুকরো দিয়ে তায়াম্মুম করা যাবে, যখন মৃত্যুর ভয় থাকে। রোগ বেড়ে মহাবিপদের আশঙ্কা থাকে। কিংবা কোনো ঈমানদার নামাজি ও দ্বীনি এলেমওয়ালা ডাক্তারের পরামর্শ থাকে। আপনার যদি এসব শর্ত না থেকে থাকে, তাহলে খুব কষ্ট করে হলেও অজু করে নেবেন এবং অজু শেষে সাথে সাথে পানি তোয়ালে দিয়ে মুছে নিয়ে তেল বা লোশন মেখে গরম কাপড়, মাফলার, মোজা ইত্যাদি পরে নেবেন। শারীরিক সমস্যা না হলে এক অজু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়বেন। যেমন- জোহর আসর মাগরিব। সম্ভব হলে এশা। শুধু ফজরে নতুন অজু করবেন। জোহর যেহেতু অনেক দেরিতে হয়, তখনো নতুন অজু করবেন। বারবার ফ্রেশ হওয়ার প্রয়োজন না হলে বা গ্যাস সমস্যা না থাকলে আসর মাগরিব-এশা এক অজুতে পড়লে কোনো অসুবিধা নেই। এ জন্য রুটিন মতো অল্প পানাহার করা বেশ উপকারী। আলোচনা থেকে পরামর্শ ও মাসয়ালার উত্তর নিজ জ্ঞান মতো খুঁজে নিন। নতুন কোনো প্রশ্ন দেখা দিলে জিজ্ঞাসা পাঠাতে দ্বিধাবোধ করবেন না।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
momotaz ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৩০ এএম says : 1
thank you so much
Total Reply(0)
আবু নোমান ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৫০ এএম says : 1
প্রশনকারী ও উত্তরদাতাকে ধন্যবাদ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন