ইনকিলাব ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ জেলার ভাইনসা এলাকায় ট্রাকের ধাক্কায় টেম্পোর ১৫ যাত্রী নিহত হয়েছেন। জানা যায়, নিহত ওই ১৫ যাত্রী একই পরিবারের। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ নারী ও ৭ শিশু রয়েছে। গত শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। আদিলাবাদ শহর পুলিশের তত্ত্বাবধায়ক তরুণ যোশি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আদিলাবাদের উপকণ্ঠ ভাইনসা এলাকায় একটি ট্রাকের সঙ্গে টেম্পোর ধাক্কা লাগে। এতে টেম্পোতে থাকা ১৪ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আরো জানান, টেম্পোতে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৩ জনকে জীবিত আনেন। তাদের নিজামাবাদ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণ যোশি বলেন, নিহত ব্যক্তিরা ওই টেম্পোটি ভাড়া করে মন্দিরে যাচ্ছিলেন। পথে সড়কে তাদের প্রাণ যায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ১৫ জনের বাড়ি মহারাষ্ট্র রাজ্যের নানদেদ জেলায়। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন