শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : রোজা ও কোরআন কি রোজ হাসরে শাফায়াত করবে ?

তারান্নুম মোবাশশিরা
মিরপুর, ঢাকা

প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ৯:২২ পিএম

উত্তর : হ্যাঁ করবে। এ প্রসঙ্গে বিশ্বনবী হযরত মোহাম্মাদুর সা. ইরশাদ করেছেন, রোজা এবং কোরআন রোজাদার বান্দার জন্য শাফায়াত করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমিই এই লোকটিকে রোজার দিনগুলিতে পানাহার ও যৌন প্রবৃত্তি পরিতার্থ করা হতে বিরত রেখেছি। অতএব তুমি এর জন্য আমার শাফায়াত কবুল কর। আর কোরআন বলবে, হে পরওয়ারদেগার, আমিই তাকে রাত্রিকালে নিদ্রামগ্ন হতে বাধা দান করেছি। অতএব তার মাগফেরাতের জন্য আমার শাফায়াত কবুল কর। রাসূলুল্লাহ সা. বলেন, তারপর এই দু’টি জিনিষের শাফায়াত কবুল করা হবে। বস্তুত: রোজা আল্লাহপাকের ফরজ করা কর্মানুষ্ঠান। দুনিয়াতে এর কোনো দৈহিক অস্তিত্ব পরিলক্ষিত না হলেও কিয়ামতের দিন তা শরীরী হয়ে দাড়াবে এবং কারও পক্ষে নিবেদন পেশ করবে। একই অবস্থা কোরআনুল কারীমেরও। তা কিয়ামতের দিন সুপারিশ করবে। 

 

প্রমাণপঞ্জি: বায়হাকী: শোয়াবুল ঈমান। রোজা ও কোরআনের শাফায়াত পরিচ্ছেদ।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Omar ৫ মে, ২০১৯, ২:০৬ পিএম says : 0
Masha Allah ........ Amin
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন