শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জন্ম নিলো ছোট শিশু, ওজন ২৪৫ গ্রাম!

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:০৯ এএম

সদ্যোজাত শিশু ছোটই হয়, কিন্তু এতটা ছোট তা চিকিৎসকরাও কল্পনা করতে পারেননি। গতকাল বুধবার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেছে ‘পৃথিবীর সবচেয়ে ছোট শিশু’। সংবাদমাধ্যম সান ডেইলির খবরে জানা যায়, সদ্যোজাত শিশুটির ওজন মাত্র ২৪৫ কিলোগ্রাম (৮.৬ আউন্স)। আর দেখতে অনেকটা বড় আপেলের মতো। শিশুটি জন্ম নেওয়ার পর হাসপাতালজুড়ে হৈচৈ পড়ে যায়। হাসপাতালের সেবিকারা কন্যাশিশুটির নাম রেখেছেন ‘সেইবিয়ে’। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি মায়ের গর্ভে ছিল মাত্র ২৩ সপ্তাহ। সান ডিয়েগো শহরের শার্প মেরি বার্চ হাসপাতালে জন্ম নিয়েছে শিশুটি। জন্মের পর চিকিৎসকরা শিশুটির বাবাকে বলেছিলেন, মাত্র এক ঘণ্টা বাঁচবে সেইবিয়ে। কিন্তু সব অনুমান ও ডাক্তারি বিদ্যাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনো বেঁচে আছে সেই বিয়ে। চিকিৎসকরা বলেন, শিশুটি ইমার্জেন্সি সিজারের মাধ্যমে অপরিপক্ব অবস্থায় জন্ম নিয়েছে। যেখানে জন্মানোর জন্য একটি শিশুর দরকার হয় ৪০ সপ্তাহ, সেখানে এই শিশুটি নিয়েছে মাত্র ২৩ সপ্তাহ। সান ডেইলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন