উত্তর : কোনো কারণ বা ক্ষেত্র ছাড়া এমনিতেই ‘সুবহানাল্লাহ’ পড়তে তো কোনো দোষ নেই? এ তো আল্লাহর পবিত্রতা বর্ণনা এবং তার জিকর। একবার সুবহানাল্লাহ বলায় অনেক সওয়াব পাওয়া যায়। তবে সাধারণত আল্লাহপাকের কুদরত, মহত্ব ও গুণাবলী বর্ণনা বা কোনো বিস্ময়কর কথা আলোচনার সময়ই মানুষ ‘সুবহানাল্লাহ’ বলে থাকে; কিন্তু আপনার ‘জুতা দাপটে খড়ম বিদায় হওয়ার ঘটনায়’ কি উদ্দেশ্যে সুবহানাল্লাহ বলেছেন, তা ওই আলেম সাহেবের পক্ষেই বলা সম্ভব। তার নিকট থেকেই এর কারণটি জেনে নিন।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন