বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : লটারির মাধ্যমে প্রাপ্ত টাকা বা কোন উপঢৌকন নেয়া, কিংবা বিদেশে যাওয়া ইসলামে কী বৈধ?

আফনান মামুন
ইমেইল থেকে

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৮:৩২ পিএম

উত্তর : যদি কোনো পন্য কেনার পর এ লটারি পাওয়া যায়, তাহলে এ থেকে পাওয়া সব সুবিধা নেওয়া বৈধ। অর্থ, উপঢৌকন বা বিদেশ যাত্রা যাই হোক। তবে, পন্য কেনা ছাড়া শুধু লটারির টিকেট কিনে প্রাপ্ত সবকিছু অবৈধ। যা একটি জুয়া। অনেক লোকের অর্থ কোনো বিনিময় ছাড়া কর্তৃপক্ষ নিয়ে যায়। কয়েকজনকে কিছু পুরস্কার দেয়। এমন অজ্ঞাত আয় ও অর্থ উপার্জন কারও জন্য জায়েজ নয়। লটারির মালিকপক্ষ টিকেট কাটা ও পুরস্কার পাওয়া সব লোকই জুয়া খেলার গোনাহে লিপ্ত। তবে, পন্য কেনার পর আলাদা পুরস্কার কিংবা উৎসাহ হিসাবে করা লটারি এমন নয়। এখানে কেউ বিনিময়হীন একটি টাকাও মালিকদের দিচ্ছে না। নিজের জিনিষ সবাই বুঝে পেয়ে বাড়তি সুবিধা হিসাবে পুরস্কারটি পাচ্ছে। এতে যারা পুরস্কার পায়নি তারা মোটেও বঞ্চিত নয়। তাদের টাকার বিনিময় তারা পেয়ে গিয়েছে।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন: আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
abdur Rahman ৩০ জানুয়ারি, ২০২০, ৫:৪৩ পিএম says : 0
টাকা দিয়ে লটারির টিকেট কাটা কী জায়েজ আছে কী
Total Reply(0)
Md Ridoy Mollik ৯ নভেম্বর, ২০২০, ৩:০৬ পিএম says : 0
যদি এমন কোনো লটারি থাকে যেখানে পণ্য না কিনে লটারি করা হচ্ছে সবাই কম দামের অথবা বেশি দামের কিছু পাবে। তবে কে কোনটা পাবে সেটা কেউ জানে না, তবে কিছু না কিছু পাবেই, তাহলে সেটা কি জায়ে?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন