প্রশ্ন: আমাদের একটা গরু আছে। কোনো এক রোগের কারণে যার লেজের সামান্য অংশ লম্বা পশমসহ ঝরে পড়েছে। আগামী ঈদুল আযহায় গরুটি কোরবানি দিতে চাচ্ছি। শরীয়তের দৃষ্টিতে তা বৈধ হবে কি?
উত্তর: কোনো অঙ্গের পুরোটাই যদি না থাকে, তাহলে এমন পশুর কোরবানী শুদ্ধ হয় না। আপনার পশুর যে পরিমাণ খুঁতযুক্ত এতে কোরবানী হয়ে যাবে। সূত্র: জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফতওয়া বিশ্বকোষ। উত্তর দিয়েছেন: আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মন্তব্য করুন