উত্তর: বালা-মসিবতে নাজাত পাওয়ার জন্য হাদীসে বিভিন্ন আমলের কথা আছে। ১. সকাল সন্ধ্যা আয়াতুল কুরসী পাঠ করলে এ দিন ও রাতের জন্য যথেষ্ট। ২. সূরা ফালাক ও নাস পড়ে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া যায়। ৩. ফজরের নামাজ সময়মতো পড়লে এ দিনের জন্য লোকটি আল্লাহর আশ্রয়ে চলে যায়। ৪. বিপদের সময় ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোয়ালিমিন’ (অর্থাৎ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মা’বুদ নাই, আপনি মহা পবিত্র, আর আমি অনাচারীদের অন্তর্ভূক্ত) পাঠ করা উত্তম। ৫. ডেঙ্গু বা মহামারীর জন্য বিশেষভাবে এ দুয়া পাঠ করা বেশি ফলদায়ক। দুয়াটি এই ‘আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন র্শারি মা খালাক’ (অর্থাৎ, আল্লাহর পবিত্র ও পূর্ণাঙ্গ কালিমা সমূহের মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।)
সূত্র: জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফতওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন: আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন