গুগলের ই-মেইল সার্ভিস সারা বিশ্বেই জনপ্রিয়। আর তাই খুব স্বাভাবিকভাবেই হ্যাকারদের অন্যতম জনপ্রিয় বিষয়ও জিমেইল। এতে অনেকেরই গুরুত্বপূর্ণ মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়। তখন কী করবেন? চিন্তার কিছু নেই। নিচের কয়েকটি ধাপ অনুসরণ করলে হ্যাক হওয়া জিমেইল অ্যাকাউন্ট ফিরে পাবেন-
স্টেপ ১: অ্যাকাউন্ট রিকভারি পেজে যান।
স্টেপ ২: আপনি পাসওয়ার্ড মনে করতে না পারলে 'Try different question’ এ ক্লিক করুন।
স্টেপ ৩: এবার আপনার রিকভারি ইমেল অথবা ফোন নম্বর দিন।
স্টেপ ৪: রিকভারি ইমেল অথবা ফোন নম্বরে গুগল রিকভারি কোড পাঠাবে।
স্টেপ ৫: এছাড়াও আপনি সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারেন।
স্টেপ ৬: রিকভারি ইমেল বা ফোন নম্বরে কোডটি এলে সেটি Gmail এ দিলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশান আসবে।
স্টেপ ৭: এরপর গুগল আপনাকে একটি সিকিউরিটি চেকের মধ্য দিয়ে নেবে। সেটা আপনি ভালোভাবে সম্পন্ন করুন এবং সিকিউরিটি ইনফরমেশন পরিবর্তন করুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন