উত্তর : কুলুপ ব্যবহার করা পরিচ্ছন্নতা অর্জনের অংশ। যার মন নিশ্চিত থাকে যে, তার কুলুপের প্রয়োজন হয় না কেবল পানিতেই পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয়। তার জন্য পেশাবের ক্ষেত্রে কুলুপ না নিলেও চলে। আবার যার শুধু কুলুপে পরিচ্ছন্নতা পরিপূর্ণ হয়ে যায়, তার জন্য পানি ব্যবহার অপরিহার্য নয়। যারা উভয়টি ব্যবহার করেন, তাদের প্রতি আল্লাহ তায়ালা বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে পায়খানার কুলুপের কথা আলাদাভাবে বলতে হয়, এজন্য যে, কমোডে এটি কিছুটা কঠিন মনে হতে পারে। তবে, ইচ্ছা থাকলে টিস্যু পেপার ব্যবহার করা মোটেও কঠিন নয়। যিনি না পারেন, তিনি পানি দিয়ে পবিত্র হবেন। এসব কারণে কমোড ব্যবহার নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন