উত্তর : যখন থেকে হজ্জ ডিপোজিটের টাকা আপনার যাকাত বর্ষের সময় স্পর্শ করেছে, তখন থেকেই এর জাকাত দিতে হবে। এরপর যত বছর তা আপনার কাছে আছে, প্রতি বছরের শেষ স্থিতির জাকাত দিতে হবে। জিপিএফ/প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি ফান্ড থেকে তুলে নিয়ে বুঝে পাওয়ার আগ পর্যন্ত হিসাব জানা থাকলেও জাকাত দিতে হবে না। হস্তগত সম্পদ জাকাতবর্ষ পার হলে জাকাত দিতে হয়। যেমন, আপনার জাকাত দেওয়ার তারিখ এসে গেল, বেতনও অফিস তৈরি করে রেখেছে, আর আপনি তা জেনেও গেছেন, কিন্তু আপনার হাতে আসেনি। জাকাত দেওয়ার দিন এই বেতনের জাকাত দিতে হবে না।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন