উত্তর : একই পরিবারের মানে কি? একই পিতা মাতার ঘরে জন্ম নেওয়া দু’টি বোনকে একই সাথে বিয়ে করা জায়েজ না। একজন তালাকপ্রাপ্তা বা মৃত বোনের পর তার অপর আপন বোনকে বিয়ে করা জায়েজ। এখানে একই পরিবার বলতে আমরা কী বুঝবো। যদি উপরের বর্ণনা মতো আপন দু’বোনকে কেউ বিয়ে করে, তাহলে পরের বিয়েটি সহীহ হয় নি। এভাবে জীবন যাপন হালাল নয়। এমন ব্যক্তি ইমাম বা মুয়াজ্জিন কোনোটাই থাকা উচিত নয়। তবে, যদি এমন না হয়ে একই পরিবারের কিংবা যেরকম দু’বোন বিয়ে করা জায়েজ, সেরকম দু’বোন হয়, তাহলে এ ব্যক্তিকে কোনো দোষ দেওয়া যাবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন